নেটওয়ার্ক কি ও কম্পিউটার নেটওয়ার্ক কি

মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার নিয়ম প্রিয় পাঠক,আপনি কি নেটওয়ার্ক কাকে বলে,নেটওয়ার্ক কি,কম্পিউটার নেটওয়ার্ক কি,নেটওয়ার্ক কত প্রকার ও কী কী এবং নেটওয়ার্ক টপোলজি কি সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে আপনি উপরোক্ত সকল বিষয়ে তথ্য জানতে পারবেন।
নেটওয়ার্ক কি ও কম্পিউটার নেটওয়ার্ক কি
বর্তমান সময়ে নেটওয়ার্ক আমাদের জীবনকে সহজ করে তুলেছেন। দৈনন্দিন জীবন পরিচালনার জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। নেটওয়ার্ক বা আধুনিকতা ব্যতীত আমাদের জীবন আমরা কল্পনা করতে পারি না। তাই নেটওয়ার্ক কি আমাদের জানা অত্যন্ত জরুরি। নেটওয়ার্ক কি ও কম্পিউটার নেটওয়ার্ক কি এই সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
সূচিপত্র:নেটওয়ার্ক কি ও কম্পিউটার নেটওয়ার্ক কি 

নেটওয়ার্ক কি

বর্তমান সময়ে তথ্য আদান প্রদানের জন্য নেটওয়ার্ক সকলের কাছে বেশ পরিচিত। দৈনিক বিভিন্ন কাজে আমাদেরকে নেটওয়ার্ক নানানভাবে সাহায্য করে থাকে। আমাদের দৈনন্দিন কাজের জন্য অথবা পড়ালেখার বিষয়ে নেটওয়ার্ক কি এই সম্পর্কে জেনে রাখা অনেক উপকারী। নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যেকোনো ফাইল, ছবি কিংবা তথ্য পাঠাতে পারি।
নেটওয়ার্ক হলো একবার একাধিক কম্পিউটার তরঙ্গের মাধ্যমে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করতে পারে। এই পদ্ধতিতে অনেকগুলো ডিভাইসের একসাথে সংযুক্ত হয়ে সহজে তথ্য পাঠাতে পারে অল্প সময়ের মধ্যে। এই নেটওয়ার্ক আর যে সকল ডিভাইসের সাথে যুক্ত থাকে তাদেরকে নোড বলা হয়। আর যেই মাধ্যমে নেটওয়ার্ক সংযোগকৃত হয় সেগুলো হল অপটিক্যাল ফাইবার, ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি। আশা করি নেটওয়ার্ক কি আপনারা জানতে পেরেছেন।

কম্পিউটার নেটওয়ার্ক কি

নেটওয়ার্ক সম্পর্কে জানার পর আরেকটি বিষয় আমাদের জানতে হবে তা হল কম্পিউটার নেটওয়ার্ক কি। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি নেটওয়ার্ক কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করা যায়। কিন্তু এক ধরনের নেটওয়ার্ক রয়েছে যাকে কম্পিউটারের সাথে যুক্ত করার মাধ্যমে ছবি,ফাইল কিংবা অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি সহজেই একে অপরের কাছে প্রেরণ করতে পারে।
কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক যাতে একবার একাধিক কম্পিউটারের সাথে যুক্ত থেকে ফাইল, প্রিন্টার কিংবা তথ্য ভাগাভাগি করে ব্যবহার করতে পারে এবং একে অপরের কাছে তথ্য পাঠাতে পারে। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে এক কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারের প্রোগ্রাম চালানো সম্ভব হয়।
কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করার জন্য কিছু উপাদান প্রয়োজন হয় সেগুলো হল: এপ্লিকেশন সফটওয়্যার, নেটওয়ার্ক হার্ডওয়্যার ও নেটওয়ার্ক সফটওয়্যার। এ সকল উপাদান ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা যায়। চলুন এখন জানা যাক এপ্লিকেশন সফটওয়্যার, নেটওয়ার্ক হার্ডওয়্যার ও নেটওয়ার্ক সফটওয়্যার কি।

  • এপ্লিকেশন সফটওয়্যার: এপ্লিকেশন সফটওয়্যার গুলো হল কতগুলো ইন্টার ফেস প্রোগ্রাম একত্র হয়ে যার মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা একসাথে যুক্ত হয় এবং ওই একই নেটওয়ার্কের বিদ্যমান বিভিন্ন তথ্য ভাগাভাগি করে ব্যবহার করতে পারে। এরকম সফটওয়্যার সাধারণত ক্লাইন্ট সার্ভার অথবা পিয়ার টু পিয়ার হয়ে থাকে।
  • নেটওয়ার্ক হার্ডওয়ার: নেটওয়ার্ক হার্ডওয়ার হল এক ধরনের ভৌত যন্ত্রাংশ যা একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে এক ধরনের সিগন্যাল তৈরি করে। এই সিগনাল এর মাধ্যমে একাধিক কম্পিউটারের বিভিন্ন তথ্য ট্রান্সমিশন এর মাধ্যমে এবং নেটওয়ার্ক এডাপ্টার এর মাধ্যমে আদান প্রদান করা হয়। এ ধরনের সিগন্যাল সাধারণত অপটিক্যাল ফাইবার বা তারের মাধ্যমে হয়ে থাকে।
  • নেটওয়ার্ক সফটওয়্যার: নেটওয়ার্ক সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম একত্র হয়ে যে নেটওয়ার্ক ব্যবহারে নিয়ম বা প্রটোকল স্থাপন করে এবং এর ভিত্তিতে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করতে পারে।
উপরোক্ত বিষয়গুলো পড়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কম্পিউটার নেটওয়ার্ক কি ‌‌। আশা করি এ সকল বিষয়গুলো আপনার জীবনের বিশেষ তথ্য হিসেবে কাজে দিবে। পড়ালেখার বিষয় হোক অথবা কর্ম ক্ষেত্রে এ সকল তথ্য সম্পর্কে জ্ঞান রাখা অনেক জরুরী। আশা করি কম্পিউটার নেটওয়ার্ক কি এই সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।

নেটওয়ার্ক কাকে বলে

বর্তমান সময়ে নেটওয়ার্ক আমাদের কাজে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। আবার এই নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন দেশের তথ্য আমরা ঘরে বসে পেয়ে থাকি। তাই আমাদেরকে নেটওয়ার্ক সম্পর্কে বেশি তথ্য রাখা অত্যন্ত জরুরী। তাই এখন আলোচনা করব নেটওয়ার্ক কাকে বলে। এক বা একাধিক কম্পিউটার পরস্পরের সাথে কোন তার বা বেতারের মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে তখন তাকে নেটওয়ার্ক বলে।
আবার একাধিক কম্পিউটার ডিভাইসের মাধ্যমে সংযুক্ত হলেও তাকেও নেটওয়ার্ক বলা হয়। আর এই নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়ে একজনের কাছ থেকে অন্য জনের কাছে কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করে যেকোনো তথ্য আদান-প্রদান করা যায়। নেটওয়ার্ক আমাদের ডিজিটাল যুগে বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে। বর্তমান সময়ে নেটওয়ার্ক ব্যতীত আমরা জীবন-যাপন কল্পনা করতে পারি না। আশা করি নেটওয়ার্ক কাকে বলে আপনারা জানতে পেরেছেন।

নেটওয়ার্ক কত প্রকার ও কী কী

ইতোমধ্যে আমরা জানতে পেরেছি নেটওয়ার্ক কি এবং নেটওয়ার্ক কাকে বলে। এরপর আমাদের যে বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে তা হল নেটওয়ার্ক কত প্রকার ও কি কি। তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সঠিক ও সুন্দরভাবে নেটওয়ার্ক কত প্রকার ও কি কি এই সম্পর্কে জানানো হবে।
নেটওয়ার্ক সাধারণত চার প্রকার। যথা:

  • LAN( local area network)
  • MAN(Metropolitan area network)
  • WAN(Wide area network)
  • PAN(Personal area network)

LAN(লোকাল এরিয়া নেটওয়ার্ক)

লোকাল এরিয়ার নেটওয়ার্ক হল একই স্থানে কয়েকটি কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ক। এ ধরনের নেটওয়ার্ক আমরা সকলেই ব্যবহার করে থাকি। এই নেটওয়ার্ক ব্যবহার করা খুব সহজ এবং ব্যবহৃত ডিভাইসের দাম খুব কম হয়ে থাকে। লোকাল এরিয়ার নেটওয়ার্ক সাধারণত অফিস আদালত অথবা ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যবহার করা হয় ‌।

MAN (মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক)

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হল একই শহরের মধ্যে কয়েকটি লেনের সমন্বয়ে গঠিত ইন্টারফেস। এ ধরনের নেটওয়ার্ক সাধারণত ৫০ থেকে ৭৫ মাইল পর্যন্ত হয়ে থাকে। এই নেটওয়ার্কে ডাটা ট্রান্সফার স্পিড গিগাবাইট পার সেকেন্ড। এ ধরনের নেটওয়ার্ক সাধারণত রাউটার ও মাইক্রোওয়েভের এন্টেনা ব্যবহার করা হয়।

WAN(ওয়াইড এরিয়ার নেটওয়ার্ক)

হোয়াইট এরিয়ার নেটওয়ার্ক হলো দূরবর্তী ল্যান্ডসমূহকে নিয়ে গড়ে ওঠা নেটওয়ার্ক। এটি সাধারণত দুইটি ভিন্ন ভিন্ন দেশের মধ্যে গড়ে ওঠা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ককে ডাটা ট্রান্সফার স্পিড ৫৬ কেবিপিএস থেকে ১.৫৪৪ এমবিপিএস হয়ে থাকে। এই নেটওয়ার্ক ভৌগলিক এলাকায় বিস্তৃত বলে এর গঠন বেশ জটিল।

PAN(পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক)

পার্সোনাল এরিয়ার নেটওয়ার্ক হলো কাছাকাছি ব্যবহৃত ইলেকট্রন ডিভাইস এর নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের আকার সাধারণত কয়েক সেন্টিমিটার থেকে মিটার পর্যন্ত হয়ে থাকে। বর্তমান বিশ্বে এই নেটওয়ার্কের উপাদান গুলো হল ব্লুটুথ, ইয়ারপিস এবং স্মার্টফোনের মধ্যে সংযোগ।
উপরোক্ত বিষয়গুলো পড়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন নেটওয়ার্ক কত প্রকার ও কি কি। নেটওয়ার্কের প্রতিটি প্রকার আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এসব করলে নেটওয়ার্ক আমাদের জীবনযাপনের কাজকে সহজ করে তুলেছে। আশা করি নেটওয়ার্ক কত প্রকার ও কি কি এই সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।

নেটওয়ার্ক টপোলজি কি

নেটওয়ার্কের মধ্যে এক ধরনের নেটওয়ার্ক রয়েছে যার নাম নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি হলো যোগাযোগ নেটওয়ার্কের উপাদান সুবিন্যস্তকরন। নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করে টেলিযোগাযোগ এর নেটওয়ার্ক সমূহ কে বিন্যস্ত করা যায়। নেটওয়ার্ক টপোলজি সাধারণত ৬ ধরনের হয়ে থাকে। যথা:
  • বাস টপোলজি (Bus Topology)
  • রিং টপোলজি ( Ring Topology)
  • স্টার টপোলজি (Star Topology)
  • ট্রি টপোলজি (Tree Topology)
  • মেশ টপোলজি (Mesh Topology)
  • হাইব্রিড টোপোলজি (Hybrid Topology)

মন্তব্য

আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। পড়ালেখার বিষয় হোক কিংবা কর্মজীবনের জন্য ইন্টারনেট এবং নেটওয়ার্ক সম্পর্কে জানা অতি জরুরী। তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে নেটওয়ার্ক কি,কম্পিউটার নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্ক কত প্রকার ও কি কি এবং নেটওয়ার্ক টপোলজি কি এই সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে মতামত প্রকাশ করুন। এমন আরো তথ্য সম্পর্কে জানতে www.ayattips.com পেইজে চোখ রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আয়াত টিপসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url