বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় জানুন
বিড়াল পালনের উপকারিতা জানুন
বর্তমানে সারা বিশ্বে দিন দিন বেড়েই চলেছে বিড়াল পলার আগ্রহী।আমরা অনেকেই শখের
বসে বিড়াল পালি।আমি নিজেই এখন চার থেকে পাঁচটা বিড়াল পালি।যারা বিড়ালকে
ভালবাসে এবং বিড়াল পালে তাদের বিড়ালের প্রতি আলাদা একটি ভালোবাসা রয়েছে।তবে যে
কোন সময় কারণবশত অথবা অকারণেই আপনার ভালবাসার বিড়ালটি আপনাকে কামড়াতে
পারে।বিড়াল কামড়ালে কি হয় এটা আমরা অনেকেই জানি না এবং বিড়াল কামড়ালে কত
দিনের মধ্যে টিকা দিতে হয় তাও জানিনা।
দুর্ঘটনাবশত বিড়ালের নখের আঁচড় বা বিড়ালের কামড় শরীরের বিভিন্ন জায়গায় দেখা
যায়।তখন সবাই আতঙ্কে পড়ে যায় কারণ বিড়াল কামড়ালে কি হয়, বিড়াল কামড়ালে
কতদিনের মধ্যে টিকা দিতে হয়, বিড়াল কামড়ালে কতদিনের মধ্যে জলাতঙ্ক হয় এবং
বিড়াল কামড়ালে করণীয় কি সে সম্পর্কে ধারনা নেই। তাই বিড়াল কামড়ালে কত দিনের
মধ্যে টিকা দিতে হয় এবং বিড়াল কামড়ালে করনীয় কি সে সম্পর্কে জানতে হলে
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়
বিড়াল কামড়ালে কি হয়
এখন পর্যন্ত চার থেকে পাঁচটি বিড়াল পালি তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বিড়াল
পালতে গেলে বিড়ালের নখের আঁচড় এবং কামড় খেতেই হবে।অনেকের মনে প্রশ্ন রয়েছে
বিড়াল কামড়ালে কি হয়।সাধারণত বিড়াল যদি আঁচড় দেয় অথবা কামড়ায় সেখানকার
ক্ষতস্থানের গভীরতা আগে দেখতে হবে।যদি বিড়াল কামড়ানোর ফলে আপনার শরীরের
ক্ষতস্থান অনেক বড় হয়ে যায় এবং রক্তপাত হয় তাহলে রক্তের সঙ্গে সঙ্গে জীবাণুর
সংস্পর্শ ঘটে।
আরো জানুনঃ ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায়
জলাতঙ্ক রোগ হতে পারে, হাঁপানি হতে পারে, জ্বর আসতে পারে তাছাড়া আরও অন্যান্য
মারাত্মক মরণবিধি রোগ হতে পারে।তাই বিড়াল কামড়ালে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ
নিতে হবে এবং টিকা নেওয়া জরুরী। বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা নিতে হয়
সে সম্পর্কে জানতে হলে নিচের বিষয়গুলো লক্ষ্য করুন।
বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়
অনেকেই শখের বসে বিড়াল পালে তবে তারা জানেনা বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে
টিকা দিতে হয়।বিড়াল কামড়ানোর পরে টিকা দেওয়ার আগে অবশ্যই আপনাকে কামড়ের ধরন
দেখে বুঝে তারপরে ডাক্তার পরামর্শ নিতে হবে।যেমন:বিড়ালের কামড়ের ক্ষতস্থানের
গভীরতা কত, বিড়ালের কামড়ের ফলে রক্তপাত হয়েছে কিনা।
এসব বিষয় দেখে তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে টিকা দিতে হবে।এছাড়াও কিছু কিছু
বিড়াল রাবিশে আক্রান্ত হয় সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ রাবিশে আক্রান্ত
বিড়াল গুলো সাধারণত বেশি দিন বাঁচে না।র্যাবিশে আক্রান্ত বিড়াল যদি আপনাকে
কামড় দেয় বা আঁচড় দেয় তাহলে ২৪ ঘন্টার মধ্যেই আপনাকে টিকা নিতে হবে।
আরো জানুনঃ বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর উপায় জানুন
এছাড়া বিড়াল কামড় দিলে বা আঁচড় দিলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের পরামর্শ
নিবেন টিকা দিতে হলে অবশ্যই টিকা দিবেন। তবে বিড়াল কামড়ালে ২৪ ঘন্টার মধ্যে
টিকা দেওয়া উত্তম।বিড়াল কামরানোর ফলে যদি রক্তপাত হয় বা ক্ষতস্থান বড় হয়ে
যায় তাহলে ২৪ ঘন্টার মধ্যে টিকা দেওয়াই ভালো।
প্রথমে ২৪ ঘন্টার মধ্যে একটি টিকা দেওয়া হবে তারপরে এক সপ্তাহ পরে আরো একটি টিকা
দেওয়া হবে এবং তিন সপ্তাহ পর আবার একটি টিকা দেওয়া হবে। এভাবে তিনটি টিকা
আপনাকে দেওয়া হবে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আশা করি বিড়াল কামড়ালে কত
দিনের মধ্যে টিকা দিতে হয় সে সম্পর্কে জানা হয়েছে।
বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে জলাতঙ্ক হয়
অন্যান্য ভয়ংকর প্রাণীর মতো বিড়াল কামড়ালেও জলাতঙ্ক রোগ হয়।জলাতঙ্ক রোগটি
হচ্ছে প্রাণঘাতী রোগ। এই রোগটি সাধারণত শেয়াল, বাদুর, ইঁদুরে, কুকুর ইত্যাদি
প্রাণী বহন করে থাকে। আর এই প্রাণীটি যদি আপনার বিড়ালকে কামড় দেয় তাহলে
বিড়ালের মধ্যেও জ্বালাতন রোগটি ছড়িয়ে পড়ে।
আরো জানুনঃ চোখ উঠলে সর্বোচ্চ কতদিন থাকে
জলাতঙ্ক আক্রান্ত বিড়াল যদি আপনাকে কামড় দেয় বা আঁচড় দেয় তাহলে এই রোগটি
মানুষের মধ্যে প্রবেশ করে।তাই অনেক মানুষ জানতে চায় বিড়াল কামড়ালে কতদিনের
মধ্যে জলাতঙ্ক হয়। আগে আপনাকে দেখতে হবে যে বিড়ালটি আপনাকে কামড় দিয়েছে বা
আঁচড় দিয়েছে সেটি জলাতঙ্কে রোগে আক্রান্ত কিনা।
বিড়ালের ক্ষেত্রে দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।তবে সেটি কামড়ের জায়গার
ধরন বুঝে কমবেশি হতে পারে। বিড়ালের জলাতঙ্ক রোগের লক্ষণ গুলো হলো :
- হঠাৎ করে বিড়ালের আচরণ পরিবর্তন হয়ে যাওয়া।
- অস্বাভাবিক পাগলের মতো আচরণ করা।
- ডাকের সুর পরিবর্তন হয়ে যাওয়া।
- ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া।
- হঠাৎ করে হিংস্র হয়ে যাওয়া কামড় দেওয়ার লক্ষণ।
- পানি খাওয়া বন্ধ করে দেওয়া।
- খালি খালি ভয় পাওয়া।
- মুখ দিয়ে লালা ঝরতে থাকা ইত্যাদি
এই সকল লক্ষণ দেখতে পেলে অবশ্যই বুঝতে হবে যে আপনার বিড়ালটি জলাতঙ্ক রোগে
আক্রান্ত সে ক্ষেত্রে আপনার বিড়ালটিকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে
হবে। আশা করি বিড়াল কামালে কতদিনের মধ্যে জলাতঙ্ক হয় জানতে পেরেছেন।
বিড়াল কামড়ালে করণীয়
আপনি যদি আদর করে আপনার বাড়িতে একটি বিড়াল পোষেন তাহলে অবশ্যই তাকে জলাতঙ্কের
টিকা দিবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন।কারণ আপনি শখের বসে বিড়াল
পালছেন হতে পারে সেই বিড়ালটি আপনার মৃত্যুর কারণ হতে পারে।
আরো জানুনঃ বিড়াল পালনের নিয়ম জানুন
অনেকেই জানেনা বিড়াল কামড়ালে করণীয় কি?কি করলে আমরা জলাতঙ্ক রোগ সহ অন্যান্য
রোগ থেকে বাঁচতে পারবে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বিড়াল কামড়ালে করনীয়
কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো।
ক্ষত স্থান পরিষ্কার করা: বিড়াল যদি কামড় বা আঁচড় দেয় কিন্তু রক্ত বের
না হয় তাহলে চিন্তার কোন বিষয় নিই। ক্ষত স্থানটি সুন্দরভাবে জীবাণুনাশক দিয়ে
পরিষ্কার করে নিন।যেমন: সাবান, স্যাভলন, ডেটল ইত্যাদি দিয়ে কত ক্ষত স্থান ধুয়ে
ফেলতে পারেন।
সাবান এবং পানি: বিড়াল যদি কামড়ায় তাহলে সাথে সাথে সাবান এবং পানি
দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেলুন। কারণ সাবান এবং পানি হল জীবাণুর রোধে সবচেয়ে
বেশি কার্যকরী।
এন্টিবায়োটিক: বিড়াল কামড়ালে ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে হলে সবথেকে
বেশি উপকারী হচ্ছে তরল এন্টিবায়োটিক। বিড়াল কামড়ালে সাথে সাথে চিকিৎসকের
পরামর্শ নিয়ে এন্টিবায়োটিক ব্যবহার করতে পারেন।
বিড়াল কামানোর ফলে রক্তপাত হলে: বিড়াল কামড় দেওয়ার সাথে সাথে যদি
রক্তপাত শুরু হয়ে যায় এবং রক্তপাত বন্ধ না হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যান্ড এইড
লাগিয়ে নিন।
জ্বর আসার লক্ষণ হলে করণীয়: বিড়াল কামড়ানোর কিছুদিনের মধ্যে জ্বর আসলে
বুঝতে হবে এটি মারাত্মক বিপদের আলামত।বড়দের এরকম না দেখা দিলেও ছোটদের মাঝে এরকম
জ্বর আসে এটাকে বলা হয় ক্যাট স্ক্র্যাচ ডিজিজ।
আপনার কামড়ের স্থান গভীর না হলেও জীবাণু সংক্রমিত হতে পারে ফলে হালকা কত দেখে
অবহেলা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে পরিষ্কার করে রাখবেন এবং ডাক্তারের
পরামর্শ নিবেন। এতক্ষণ হয়তো বিড়াল কামড়ালে করণীয় কি সে সম্পর্কে বিস্তারিত
জানতে পেরেছি।
শেষ কথা
ইসলামে বিড়াল পালা জায়েজ। তাই আমরা খুব যত্নে বিড়াল পালি।তবে আমরা যদি
সাবধানতার সাথে বিড়াল না পালি তাহলে আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে।তাই সকলের
সুবিধার্থে বিড়াল কামড়ালে কি হয় বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে
হয়, বিড়াল কামড়ালে কতদিনের মধ্যে জলাতঙ্ক হয় এবং বিড়াল কামড়ালে করণীয়
কিসের সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি।
আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারও
বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানে।এমন
আরো উপকৃত টিপস পেতে চাইলে চোখ রাখুন
আয়াত টিপস ওয়েবসাইটে। ধন্যবাদ
আয়াত টিপসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url