EBL Skybanking app লগইন করার নিয়ম ও একাউন্ট খোলার নিয়ম
মাসে লাখ টাকা আয় করার উপায় জানুন
আজকে এই পোস্টে আপনাদেরকে জানাবো অনলাইনে ইবিএল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, এবং
EBL Skybanking app লগইন করার নিয়ম বিস্তারিত আলোচনা করব।ইবিএল সম্পর্কিত সকল
তথ্য পেতে মনোযোগ সহকার আর্টিকেলটি পড়ুন।
বর্তমানে সবাই ইন্টারনেট নির্ভরশীল হওয়ার কারণে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সব
কিছু করতে বেশি পছন্দ করে।বর্তমানে ঘরে বসেই অনলাইন ব্যাংকিং সেবা পাওয়া
যায়।।আপনি চাইলে ঘরে বসে অনলাইনে ইবিএল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং EBL
Skybanking app লগইন করার নিয়ম জানতে পারেন।
পোস্ট সূচিপত্রঃ EBL Skybanking app লগইন করার নিয়ম
ভূমিকা
তথ্য প্রযুক্তির যুগে মানুষ ঘরে বসে সব ধরনের কাজ করতে আগ্রহী।বাংলাদেশের অধিকাংশ
মানুষ এখন অনলাইনে ব্যাংকিং সুবিধা পেতে চায়।তাই এই আর্টিকেলে অনলাইনে ইবিএল
ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,EBL Skybanking app ডাউনলোড করা সহ EBL Skybanking
app লগইন করার নিয়ম বিস্তারিত তুলে ধরা হলো।
অনলাইনে ইবিএল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সর্বপ্রথম আপনাকে ইবিএল ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখানে দুইটা অপশন থাকবে আপনি Agree অপসনে ক্লিক করবেন।
তা না হলে পুরো কাজটি সম্পন্ন করতে পারবেন না।Agree তে ক্লিক করার পর নতুন একটি
উইন্ডো আসবে। এখন শুরু হবে আপনার মূল কাজ।
একাউন্ট খোলার প্রক্রিয়াটি শুরু করার আগে আপনি কিছু কাগজপত্র সামনে রাখবেন।যেমন
আপনার নিজস্ব ছবি, জাতীয় পরিচয় পত্র কপি, আপনার নিজের স্বাক্ষরের ছবি।এবং আপনি
যাকে নমিনি দিবেন তার ছবি এবং জাতীয় পরিচয় পত্র,আপনার সচল ব্যবহৃত জিমেইল আইডি
ও সিম কার্ড।এগুলো আপনার সামনে রাখলে আপনার একাউন্ট খুলতে সহজ হব।
আরো দেখুনঃ সরকারি ভাবে ইউরোপ যাওয়ার উপায়
প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য আপনার পুরো নাম লিখতে হবে। অবশ্যই জাতীয় পরিচয়
পত্রের সাথে মিল রেখে লিখতে হবে। আপনার সদ্য ব্যবহৃত ইমেইল এড্রেসটি দিবেন। যে
ইমেইল এড্রেস দিবেন তা অবশ্যই আপনার ফোনে লগইন করা থাকতে হবে।এরপর আপনার ব্যবহৃত
ফোন নাম্বারটি দিবেন।যদি আপনি বাংলাদেশের বাইরে অবস্থান করেন তাহলে নাম্বারটির
আগে কান্ট্রি কোড দিতে হবে।
তারপর চার ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করুন।এরপর রেজিস্টার বাটনে ক্লিক
করুন।এরপর আপনার ফোনে এবং ইমেইলে দুইটি পিন নাম্বার আসবে।পিন নাম্বার দুইটি ভিন্ন
ভিন্ন হবে।পিন বসানোর আগে অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটি অন্যটির ঘরে বসিয়ে না
দেন।এ সকল ধাপ অতিক্রম করার পর login করতে হবে।ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে লগইন
করুন।পূর্বে দেওয়া পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন।
এরপর ব্যাংকের শর্তাবলী
দেখে agree ক্লিক করুন।এরপর আপনি কি রকম account খুলতে চাচ্ছেন তার ধরন নির্বাচন
করুন । নির্বাচনের ক্ষেত্রে আপনি দুই ধরনের একাউন্ট দেখতে পাবেন।
Simplified: এই একাউন্ট দ্বারা প্রতিমাসে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত
উত্তোলন করতে পারবেন।
Regular: এই অ্যাকাউন্ট দ্বারা ১ লাখ টাকা থেকে শুরু করে যে কোন এমাউন্টের
অর্থ উত্তোলন করতে পারবেন।
একাউন্টের ধরন নির্বাচন করার পর Save and Next বাটনে ক্লিক করুন। এরপর আপনার ছবি
তোলার ইন্সট্রাকশন ফলো করুন। ছবি তোলার পর আপনার এনআইডি কার্ডের ভেরিফিকেশনের
জন্য সামনের ও পিছনের ছবি জমা দিতে হবে।তাছাড়া যদি আগে কোন ছবি তোলা থাকে তাহলে
Choose file থেকে সিলেক্ট করে নিতে পারেন।
তারপর আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিতে হবে।এরপর আপনার পাসপোর্ট এর
নাম্বার, ড্রাইভিং লাইসেন্স অথবা টিন সার্টিফিকেটের নাম্বার দিতে পারেন। এগুলো
দিতে হবে কোন বাধ্যতামূলক নয়। তবে আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন অথবা বিদেশ
থেকে টাকা লেনদেন করতে চান তাহলে পাসপোর্ট নাম্বার দিতে পারেন।
এখন আপনার নমিনি হিসেবে যাকে নির্বাচন করবেন তার সাথে আপনার কি ধরনের সম্পর্ক
সেটা নির্বাচন করবেন।যদি আপনি মারা যান তাহলে আপনার একাউন্টের টাকা নমিনি ছাড়া
আর কেউ তুলতে পারবে না কাজেই নমিনি হিসেবে বিশ্বস্ত কাউকে নির্বাচন করতে হবে।আপনার একাউন্ট খোলার সব কাজ শেষ। এখন নিচের আপলোড বাটনে ক্লিক করতে হবে।আশা করছি
অনলাইনে ইবিএল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত জানতে পেরেছেন।
EBL Skybanking app ডাউনলোড করার নিয়ম
সর্বপ্রথম আপনার মোবাইলের গুগল প্লে স্টোর প্রবেশ করতে হবে।তারপর সার্চ বাটনে
ক্লিক করে EBL Skybanking লিখে সার্চ করতে হবে।এরপর ইন্সটল বাটনে ক্লিক করে
অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে।
EBL Skybanking app লগইন করার নিয়ম
যেকোনো জায়গায় যেকোনো সময় সবথেকে বেশি ফাস্ট অনলাইনে ব্যাংকিং সেবা পাওয়ার
জন্য EBL Skybanking app বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি অ্যাপস।EBL Skybanking app
লগইন করার নিয়ম দেখানো হলো।প্রথমে অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে।তারপর অনেকগুলো
অপশন আসবে নিউ ইউজার হিসেবে সর্বপ্রথম যে অপশনটি আছে ব্যাংকিং অপশন সেখানে ক্লিক
করতে হবে।
পরের ধাপে যাওয়ার পরের তিনটি অপশন দেখতে পাবেন। তার মধ্যে সর্বপ্রথম New to
Skybanking register here এই অপশনে ক্লিক করতে হবে।এরপর আপনার সামনে কিছু
শর্তাবলী আসবে শর্তগুলো ভালোমতো পড়ে একসেপ্ট বাটনে ক্লিক করুন।পরবর্তী ধাপে
যাওয়ার পরে আপনার সামনে দুইটি অপশন আসবে সেখানে উইথ কার্ডস এবং উইদাউট কার্ডস
দুইটা অপশন দেখবেন।
আরো দেখুনঃ পাসপোর্ট করতে কি কি লাগে
যদি আপনার কাছে ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে তাহলে কার্ডের মাধ্যমে
রেজিস্ট্রেশন করতে পারেন। কোন প্রকার কার্ড না থাকলে ব্যাংক একাউন্ট দিয়ে
রেজিস্ট্রেশন করতে পারেন।তবে কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সুবিধা বেশি।উইথ কার্ড
অপশন এ ক্লিক করার পরে। আপনার মোবাইল নাম্বারটি এবং আপনার কার্ড নাম্বার ও
কার্ডের এক্সপায়ার ডেট নাম্বারটি দিতে হবে।
তারপর ওটিপি চ্যানেল সিলেক্ট করুন এবং সাবমিট করে দিন।কিছুক্ষণের মধ্যেই আপনার
ইমেইল আইডিতে অথবা মোবাইল নাম্বারে ওটিপি নাম্বারটি আসবে। সেটি সঠিকভাবে বসিয়ে
সাবমিট করুন।সাবমিট করার পরে আরো দুইটি অপশন আসবে । প্রথমে আপনার কার্ডের পিন
নাম্বারটা দিবেন তারপর ওটিপি চ্যানেল সিলেক্ট করে আবার সাবমিট করবেন।
আপনার রেজিস্ট্রেশনটি সফল হলে আপনার ফোনের স্ক্রিনে আপনার EBL Skybanking এর আইডি
নাম্বারটি দেখতে পাবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন।কন্টিনিউতে ক্লিক করার পরে
আপনার ফোনের এসএমএস এ অথবা ইমেইল আইডিতে প্রথমে প্রবেশ বা লগইন করার জন্য ওয়ান
টাইম পিন নাম্বারটি পেয়ে যাবেন।
তারপর আবার পুনরায় হোম স্ক্রিনে যাবেন দুইটি অপশন থাকবে আপনার EBL Skybanking
আইডি নাম্বারটি দিবেন এবং ওয়ান টাইম যে পাসওয়ার্ডটি আপনার ফোনে এসএমএস অথবা
মেইল আইডিতে আসছে সেটি বসাবেন।তারপর তীর চিহ্ন আইকনে ক্লিক করবেন।পরবর্তীতে যে
অপশন গুলো আসবে সেখানে সর্বপ্রথম আপনার ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিন এবং বাকি
দুইটি অপশনে আপনার নিউ পাসওয়ার্ডটি বসান।
এবং চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন।এখন পুনরায় আবার হোম স্ক্রিনে যে আপনার
EBL Skybanking আইডিটি দিন এবং আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন
করুন। আপনার রেজিস্টেশনটি সফল হয়ে যাবে।EBL Skybanking app লগইন করার নিয়ম
সম্পর্কে জানা হলে এবার জানুন EBL(ইবিএল) একাউন্ট খোলার সুবিধা।
সূত্র ইবিএল ব্যাংক
EBL(ইবিএল) একাউন্ট খোলার সুবিধা
ইবিএল ব্যাংকে একাউন্ট খুললে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন।যেমনঃ
- ফ্রি ইন্টারনেট ব্যাংকিং।
- ফ্রি এসএমএস এলার্ট।
- EBL এ পাওয়ার সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ফ্রি চেক বই ও ভিসা কার্ড।
- ফ্রি মোবাইল ব্যাংকিং।
- প্রতি বছরে ভিসা কার্ডের জন্য মাত্র ৭৫ টাকা চার্জ কাটা হবে।
- ইন্টারেস্ট রেট ২% হবে।
মন্তব্য
এই আর্টিকেলটি পরে সবাই অনলাইনে ইবিএল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, EBL
Skybanking app ডাউনলোড করার নিয়ম সহ EBL Skybanking app লগইন করার নিয়ম জানতে
পেরেছেন।আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে
তারাও অনলাইন ব্যাংকিং সেবা পেতে পারে।
যদি একাউন্ট খুলতে অথবা লগইন করতে যেয়ে কোন সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই
কমেন্ট বক্সে জানাবেন। দ্রুততার সাথে সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব
এবং সকলের সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব।এতক্ষণ মনোযোগ সহকার
আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আয়াত টিপসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url