পাসপোর্ট করতে কি কি লাগে ও পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৪ আসসালামু আলাইকুম,জরুরি কোনো কাজে কিংবা ঘুরতে দেশের বাহিরে যাবেন,অথচ আপনার কাছে পাসপোর্ট নাই।নতুন পাসপোর্ট করবেন?পাসপোর্ট করতে কি কি লাগে ও পাসপোর্ট করতে কত টাকা লাগে জানুন। ২০২৪ অনলাইনে নতুন পাসপোর্ট আবেদনে করার আগে জেনে নিন পাসপোর্ট করার নিয়ম ও কি কি কাগজপত্র লাগবে।
পাসপোর্ট করতে কি কি লাগে ও পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪
পাসপোর্ট হলো এক ধরনের ভ্রমোন্নতি যা একটি দেশের সরকারের কাছ আবেদন করার মাধ্যমে পাওয়া যায়।এতি মূলত জাতীয়তা বা পরিচয় পত্র হিসেবে পাসপোর্ট কাজ করে।সাধারনত বাহকের নাম জন্ম তারিখ,ঠিকানা,ছবি,স্বাক্ষর এবং অন্যান্য বিষয়বস্ত উল্লেখ থাকে।
সূচিপত্রঃ পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪

ভুমিকা

যখন আপনি এক দেশ থেকে অন্য আরেকটি দেশে যেতে চাইবেন।তখন সবার আগে আপনার পাসপোর্ট করতে হবে।এই পোস্টে আপনাদেরকে জানাবো পাসপোর্ট করতে কি কি লাগে ও পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪ এর এই সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা হলো।তার আগে জেনে নেওয়া যাক পাসপোর্ট কত প্রকার।

পাসপোর্ট কত প্রকার

বাংলাদেশের সরকার তিন ধরনের পাসপোর্ট ইস্যু করে।এগুলো হলোঃ
কূটনৈতিকঃ কূটনৈতিক পাসপোর্ট এর মলাট লাল কালারের হয়।বাংলাদেশি কূটনীতিদের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কূটনৈতিক কুরিয়ার জারি করা হয়।
দাপ্তরিকঃ দাপ্তরিক পাসপোর্ট এর মলাট নীল কালারের হয়।সরকারি কর্মচারি ও সরকারি ব্যবসায়ের বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিদিত্বকারী ব্যক্তিদের জারি করা হয়।
নিয়মিত বা সাধারণ ই পাসপোর্টঃ সাধারণ ই পাসপোর্ট এর মলাট সবুজ কালারের হয়।এটি আন্তর্জাতিক ভ্রমণের জন্য বাংলাদেশের নাগরিকদের জনজারি করা হয়েছে।

পাসপোর্ট করতে কি কি লাগে

পাসপোর্ট আবেদনের জন্য খুব বেশি কাগজপত্রের দরকার হয় না।এবং সত্যায়িত করানো লাগে না।সাধারণত যে সব কাগজপত্র প্রয়োজন তা নিচে উল্লেখ করা হলোঃ
  • পাসপোর্ট আবেদনের কপি।
  • জাতীয় পরিচয়পত্র (NID)। অথবাঅনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)অনুযায়ী।
  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটো কপি(শিশুদের ক্ষত্রে অব্যশই দরকার)।
  • পেশাগত সনদের ফটোকপি বা চাকুরির আইডি কার্ড(পেশাজীবিদের ক্ষেত্রে- ডাক্তার,ইঞ্জিনিয়ার,হিসাবরক্ষক,আইনজীবি ইত্যাদি)।
  • নাগরিক সনদ / চেয়ারম্যান সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে)।
  • ইউটিলিটির বিলের কপি(প্রযোজ্য ক্ষেত্রে))।

পাসপোর্ট করতে কত টাকা লাগে

সাধারণত পাসপোর্টের পৃষ্ঠার সংখ্যা,মেয়াদ ও ডেলিভারির ধরন অনুসারে ফি পরিমাণ বিভিন্ন রকম হয়ে থাকে।পাসপোর্ট অফিসের সিদ্ধান্ত অনুযায়ী ৫ বছরের মেয়াদি ৪৮ পেজের পাসপোর্ট এর রেগুলার ফি ৪,০২৫ টাকা,এক্সপ্রেস ফি ৬,৩২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ৮,৬২৫ টাকা।১০ বছরের মেয়াদি ৪৮ পেজের পাসপোর্ট এর রেগুলার ফি ৫,৭৫০ টাকা,এক্সপ্রেস ফি ৮,০৫০ টাকা,এবং সুপার এক্সপ্রেস ফি ১০,৩৫০ টাকা ।

পরিশেষ কথা

আশা করি পাসপোর্ট করতে কি কি লাগে ও পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪ সালের বিস্তারিত জানতে পেরেছেন।পাসপোর্ট করতে আরো কিছু জানার থাকলে অব্যশই কমেন্টবক্সে জানাবেন।আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেস্টা করবো। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।যাতে তারাও জানতে পাড়ে পাসপোর্ট করতে কি কি লাগে ও পাসপোর্ট করতে কত টাকা লাগে আর সবসময় চোখ রাখুন আয়াত টিপসে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আয়াত টিপসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url