ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায়

মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় জানুন বর্তমান সময়ে সকল বয়সের মানুষদের ওপেন পোরস সমস্যা হয়ে থাকে। এই সমস্যা কেন হয় বা ওপেন পোরস কি সেই সম্পর্কে হয়তো আমরা জানিনা। তাই আজকের আর্টিকেলে ওপেন পোরস কি, ওপেন পোরস এর কাজ, ওপেন পোরস কেন হয় ও ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব।
ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায়
আশা করি সম্পূর্ণ আর্টিকেল পড়ার মাধ্যমে আপনারা ওপেন পোরস এর সম্পর্কে সকল কিছু জানতে পারবেন।দেরি না করে জেনে নেওয়া যাক ওপেন পোরস কি সেই সম্পর্কে।
পোস্ট সূচিপত্রঃ ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায়

ওপেন পোরস কি?

ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায় জানার পূর্বে আমাদেরকে জানতে হবে ওপেন পোরস কি। আমাদের ত্বকে ছোট ছোট কিছু ছিদ্র রয়েছে যার নাম পোরস বা‌ লোমকূপ। এই পোরস এর মাধ্যমে আমাদের ত্বকের ঘাম বা তেল বের হয়ে যায়। ত্বকের শ্বাস-প্রশ্বাসে সাহায্য করে এবং জলীয় ভাগ ধরে রাখে। গরম আবহাওয়া থেকে ত্বকে ঠান্ডা রাখে।
ত্বকের মশ্চারাইজার ব্যালেন্স করে। পোরস আমাদের ত্বকের বিভিন্ন উপকারে কাজ করে। আমাদের সবার ত্বকে এই পোরস রয়েছে। প্রাথমিক অবস্থায় পোরস গুলো ছোট ছোট হয়ে থাকে। পরে বয়স বৃদ্ধির সাথে সাথে পোরস বড় হতে শুরু করে। বড় হয়ে গেলে লোমের মুখ গুলো খুলে যায়। তখন তাকে আমরা ওপেন পোরস বলি। আশা করি ওপেন পোরস কি আপনারা জানতে পেরেছেন।

ওপেন পোরস কেন হয়

ওপেন পোরস সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে ওপেন পোরস কেন হয়। ওপেন পোরস হওয়ার অনেক কারণ রয়েছে। বয়স বৃদ্ধির সাথে সাথে ত্বকের ইলাস্টিন ও কোলাজেল লুজ হতে থাকে। লুজ হওয়ার কারণে ত্বকে বিভিন্ন জায়গায় ওপেন পোরস দেখা যায়। তাছাড়া আরও কিছু কারণ রয়েছে তা হলো অনিয়ন্ত্রিত জীবন যাপন বা ত্বকের যত্ন না করা। সান ডেমেজ, অয়েলি স্কিন, ব্ল্যাকহেডস এগুলুর জন্য ওপেন পোরস হয়ে থাকে। আবার অনেকের হরমোনাল ইস্যুর কারণেও ওপেন পোরস হয়।

ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায়

বর্তমান সময়ে ওপেন পোরস একটি কমন সমস্যা। যেকোনো বয়সের মেয়েরাই এই সমস্যা হয়। এই সমস্যা প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং ত্বকের যত্ন না নেওয়া। অপরিষ্কার ত্বকের কারণে ওপেন পোরসের সমস্যা বেশি হয়ে থাকে।তাই এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেজন্য ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে জেনে নেয়া যাও সহজে ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে।

বেসন ও টক দই: এক চামচ বেসনের সাথে এক চামচ টক দই ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হবে এবং পোরস ছোট করতে সাহায্য করবে।

অ্যাপেল সিডার ভিনেগার: অ্যাপেল সিডার ভিনেগার আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহারের মাধ্যমে ত্বকের ওপেন পোরস সমস্যার সহ আরো অনেক সমস্যা থেকে রক্ষা পেতে পারবো। প্রথমত এক চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগারের সাথে কিছুটা পানি মিশিয়ে তুলোর সাহায্যে মুখে লাগাতে হবে। এরপর শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি আপনার ত্বকের জন্য অত্যন্ত উপকারী হবে এবং আপনি চাইলে টুনার হিসেবেও ব্যবহার করতে পারেন।

হলুদ: হলুদের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের ত্বকের বিভিন্ন ময়লা কে ধ্বংস করে। তাই ওপেন পোস্ট সমস্যা থেকে রক্ষা পেতে আপনি ত্বকে হলুদ ব্যবহার করতে পারেন। হলুদের সাথে চাইলে আপনি বেসন মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। ১০ থেকে ১৫ মিনিট ওকে লাগিয়ে রাখো ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশ নিয়ে মুখে লাগাতে পারেন। এতে করে ত্বক টানটান হবে এবং ওপেন পোরস সমস্যা থেকে রেহাই পাবেন। ডিমের সাদা অংশ ব্যবহার করলে অবশ্যই ত্বক নাড়াচাড়া করা যাবে না।

বরফ: বরফ আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। বরফ ব্যবহারের কারণে ত্বক ঠান্ডা থাকে। এক টুকরো বরফ নিয়ে সুতি কাপড় দিয়ে পুরো মুখে লাগাতে পারেন। বরফ আমাদের ত্বকের রক্ত চলাচল স্বাভাবিক রাখে ফলে ওপেন পোরসের সমস্যা কমে যায়।

অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল ব্যবহারের ফলে আমাদের ত্বক হাইড্রেট থাকবে। প্রতিদিন সকালে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে অ্যালোভেরা জেল ত্বকে ম্যাসাজ করুন। এটি ত্বকের টোনার হিসেবে কাজ করে। ওপেন পোরস কমাতে সাহায্য করে।

সিরাম: সিরাম ব্যবহারের ফলেও ত্বকের ওপেন পোরসের সমস্যা দূর হয়। অবশ্যই সিরাম ব্যবহারের পূর্বে আপনার ত্বকের অনুযায়ী সিরাম বেছে নিবেন। সিরাম ত্বকের ভেতরে থেকে কাজ করে।

আলু: আলো আমাদের ত্বকের বিভিন্ন উপকার করে এবং ত্বককে ফর্সা করতে সাহায্য করে। তাই আলু ত্বকে ব্যবহারের পূর্বে ভালো করে ব্ল্যান্ড করে এর রস বের করে। আলুর রস সরাসরি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখতে পারেন এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কলার খোসা: কলার খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের ত্বকের বিভিন্ন জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তাই প্রতিদিন কলার খোসা ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন ফলে ত্বকের চামড়া পরিষ্কার হবে এবং ওপেন পোরস দূর হবে।

শসার রস: শসা ব্যবহারে আমাদের ত্বক ফর্সা এবং কোমল হবে। তাই কিছুটা শশা নিয়ে ব্ল্যান্ড করে এর রস সরাসরি ত্বকে ব্যবহার করুন।শশা রস ব্যবহারের ত্বক পরিষ্কার হয় এবং ওপেন পোরস দূর হয়।

উপরোক্ত নিয়মগুলো মেনে আপনি ত্বকের যত্ন করলে তাড়াতাড়ি ওপেন পোরস দূর হবে। ওপেন পোরস ত্বকের সৌন্দর্য নষ্ট করে তাই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে উপরুক্ত নিয়ম মেনে যত্ন করতে হবে।আশাকরি ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।

মন্তব্য

আমরা সবাই চাই নিজেকে সুন্দর করে রাখতে। নিজেকে সুন্দর রাখার জন্য অবশ্যই আমাদের ত্বকের প্রতি যত্নশীল হতে হবে। অনিয়ন্ত্রিত জীবন যাপন থেকে বিরত থাকতে হবে। ওপেন পোরস ত্বকের সৌন্দর্য নষ্ট করে ফেলে। ওপেন পোরস থেকে ত্বকের রক্ষা করার জন্য আজকের আর্টিকেলে সহজে ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায়,ওপেন পোরস কি, ওপেন পোরস কেন হয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

আজকের আর্টিকেল পড়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয়। ওপেন পোরস সম্পর্কে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আয়াত টিপসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url