ওজন বাড়ানো বা Weight Gain করার সহজ উপায়
সকালে খালি পেটে টমেটো খাওয়ার উপকারিতা আজকের এই পোস্ট তাদের জন্য যারা ওজন বাড়ানো বা Weight Gain করার সহজ উপায় সম্পর্কে জানতে চান।বর্তমানে অনেকেই ওজন নিয়ে চিন্তিত।কেউ বাড়তি ওজন নিয়ে চিন্তিত,আবার কেউ দুশ্চিন্তায় কম ওজন নিয়ে।বাড়তি ওজন যেমন শরীরের জন্য ক্ষতিকর,তেমনই ওজন কম থাকলেও চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।তাই আজকে কোন ভিটামিন খেলে ওজন বাড়ে সেই সম্পর্কে আলোচনা করবো।
ওজন বাড়ানোর ক্ষেত্রে আগেই দেখতে হবে ওজন কেন কমে যাচ্ছে বা ওজন বাড়ছে না
কেন।অনেক ক্ষেত্রে ওজন কমে যাওয়া হতে পারে জটিল রোগের লক্ষণ।স্বাভাবিকের চেয়ে
কম ওজনের ব্যক্তিদের প্রয়োজন পুষ্টিকর খাবার,নিয়মিত শরীরচর্চা,এবং সঠিক
জীবনযাপন।
সূচিপত্রঃ
ভূমিকা
এই আর্টিকেলে ওজন বাড়ানো বা Weight Gain করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত তুলে
ধরা হলো।ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্য তালিকায় উচ্চ ক্যালরিযুক্ত খাবার রাখতে
হবে।নিয়মিত ব্যায়াম করতে হবে।কোন ভিটামিন খেলে ওজন বাড়ে সেই সম্পর্কে জানতে
হবে।বাড়িতে বসে ওজন বাড়ানোর সহজ উপায় সম্পর্কে আলোচনা করা হলো।
ওজন বাড়ে না কেন
ওজন বাড়ানোর আগে আপনাকে জানতে হবে ওজন বাড়ছে না কেন। অনেকে বংশগত ভাবে
চিকন,থাইরয়েড সমস্যা,লিভারের কোন রোগ বা হজমের সমস্যা ইত্যাদি বিভিন্ন কারণে ওজন
কম হয়ে যেতে পারে।তা ছাড়া আরো কিছু কারণ আছে যেমনঃ
- দৈহিক চাহিদার তুলনায় কম খাদ্য খেলে এবং সেই সঙ্গে খুব বেশি কাজ করল।
- কম ক্যালরি খাবার নির্বাচন করলে।
- অতিরিক্ত চিন্তা।
- খাওয়ার ব্যাপারে অনিহা ইত্যাদি।
ওজন বাড়ানোর উপায়
স্বাস্থ্যকর ওজন সবারই কাম্য।অতিরিক্ত মোটা হতে কেউ যেমন চায়না ঠিক তেমনি
অতিরিক্ত চিকন হতেও চায় না।ওজন বাড়ানো কাজটি কঠিন মনে হতে পারে।তবে সঠিক ডায়েট
মেনে খাদ্য তালিকা নির্বাচন ও ব্যায়ামের মাধ্যমে ওজন বাড়ানো সম্ভব। ওজন বাড়ানো
বা Weight Gain করার সহজ উপায় হচ্ছে সময় মত খাবার খাওয়া। এর জন্য সকালের নাস্তা
দুপুর ও রাতের খাবার এবং হালকা নাস্তা হিসেবে কোন খাবার গুলো খাওয়া যেতে পারে তা
নিচে তুলে ধরা হলো।যেমন:
- ওজন বাড়ানোর জন্য উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে।যেমন-বাদাম,দুধ,চর্বিযুক্ত মাছ,মাংস,ফল ইত্যাদি।
- ওজন বাড়ানোর জন্য উচ্চ প্রোটিন যুক্ত খাবার খেতে হবে।যেমন-মুরগির মাংস,গরুর মাংস,খাসির মাংস, ডিম,গ্রীক দই,কুটির পনির,ইত্যাদি।
- শুকনো ফল খেতে হবে যেমন-খেজুর,আখরোট,নারকেল,কিসমিস এবং খোরমা এসব শুকনো খাবার খেলে দ্রুত ওজন বাড়ে।
- গমের রুটি,সকালের নাস্তায় গমের রুটি আপনাকে যেমন শক্তি যোগাবে তেমন ওজন বাড়াতে সাহায্য করবে।
- ফলের জুস, ফলের জুস সাধারণ ভাবেই স্বাস্থ্যকর,জুসে আছে অধিক পরিমাণে শর্করা থাকে যা ক্যালরি বাড়াতে সাহায্য করে।
সকালে খালি পেটে কি খেলে ওজন বাড়ে
আমাদের পেটের ভিতরে কোটি কোটি জীবানু আছে। এর মধ্যে অনেক জীবাণু আমাদের শরীরকে
সুস্থ রাখতে সাহায্য করে।এইসব জীবাণু রোগ প্রতিরোধ করা থেকে শুরু করে ভিটামিন
তৈরি সহ নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয়।এই উপকারী জীবাণুগুলোকে সুস্থ ভাবে
বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু খাবার আছে।সকালে খালি পেটে কি খেলে ওজন বাড়ে তা
নিচে উল্লেখ করা হলো
- খেজুর
- আখরোট
- কিসমিস
- খোরমা
- নারকেল
- দুধ
- কলা
- ডিম
দ্রুত ওজন বাড়াতে আরো কিছু শুকনো ফল আছে সেইগুলো রাতে আধা কাপ পানিতে ভিজিয়ে
রেখে সকালে খাওয়া ভালো যেমন কিসমিস, ছোলা।পিনাট বাটার কিংবা বাদামের মাখনে উচ্চ
ক্যালোরি ও প্রোটিন থাকে আপনারা যদি দ্রুত ওজন বাড়াতে চান প্রতিদিনের সকালের
নাস্তায় পাউরুটি,রুটি,বিস্কুটের সঙ্গে খাবারটি যুক্ত করতে পারেন।আশা করছি সকালে
খালি পেটে কি খেলে ওজন বাড়ে বিস্তারিত জানতে পেরেছেন।
ওজন বাড়ানোর জন্য যেসব খাবার খেতে হবে
আমাদের শরীরে ওজন সঠিক কিনা তা পরীক্ষা করার উপায় হল বডি মাস ইনডেক্স (বিএমআই)
বা উচ্চতা ও ওজনের অনুপাত করে।ওজন কম হলে তা বাড়ানো জরুরী নয়তো ওজন হীনতা আপনার
নানারকম ভোগান্তির কারণ হতে পারে।ওজন বাড়ানো বা Weight Gain করার সহজ উপায় নিজে
তুলে ধরা হলো।
এমন কিছু উপায় আছে যা মেনে চললে মাত্র কিছুদিনের মধ্যে দ্রুত স্বাস্থ্যবান হতে
পারে।তবে সেজন্য অনিয়ম করলে চলবে না ওজন বাড়াতে হবে নিয়ম মেনে।
দিনের শুরুটা করতে হবে বাদাম,কিসমিস ও খেজুর দিয়ে কারণ এসব খাবার থেকে প্রচুর
ক্যালোরি পাওয়া যায়।
আপনার ওজন না বাড়ার কারণ কিন্তু কম খাবার খাওয়া। তাই প্রতিদিন যতটুক খান তার
থেকে খানিকটা বাড়িয়ে খেতে হবে।তবে অতিরিক্ত খাবেন না যেন সে ক্ষেত্রে হিতে
বিপরীত হতে পারে।প্রতিদিনের খাবারের চার ভাগের একভাগ বাড়িয়ে খেতে পারেন।
খাবার যেন উচ্চ ক্যালরি যুক্ত হয় সেদিকে খেয়াল
রাখবেন।যেমন,পনির,মাখন,ঘি,ডিম,কোমল পানীয়,গরুর-ঘাসির মাংস,আলু ভাজা,চকলেট,মিষ্টি
জাতীয় খাবার,আঙ্গুরের জুস,কলা,দই,দুধ,আনারস ইত্যাদি।
ফল ও শাক-সবজি ফল ও শাকসবজি যেমন ওজন কমাতে সাহায্য করে তেমনি ওজন বাড়াতেও
সাহায্য করে।তাই ওজন বাড়াতে চাইলে আম,কাঁঠাল,লিচু,কলা পাকা পেঁপে,মিষ্টি
কুমড়া,মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি খাওয়া যেতে পারে।
আশা করি ওজন বাড়ানোর জন্য যেসব খাবার খেতে হবে এ সম্পর্কে জানতে পেরেছেন।
কোন ভিটামিন খেলে ওজন বাড়ে
প্রতিটি ভিটামিন মানুষের শরীরের জন্য অবশ্যই অপরিহার্য বিষয়।শরীরে প্রত্যেকটি
পার্টস যেহেতু আলাদা আলাদা কাজ করে থাকে।তাই শরীরের প্রত্যেকটি পার্টসের জন্য
আলাদা আলাদা ভিটামিন রয়েছে।আজকে আমরা দেখবো কোন ভিটামিন খেলে ওজন বাড়ে।বেশিরভাগ
ক্ষেত্রে ভিটামিন বি গ্রহণ করলে ওজন বৃদ্ধি পাবে।
যাদের ভিটামিন বি এর ঘাটতি রয়েছে তারা পরিপূরক খাওয়া শুরু করার পর স্কেলটি উপরে
উঠতে পারে।কারণ ক্ষুদায় অনীহার ভিটামিন বি12 এর অভাবে হয়।আপনার ওজন বৃদ্ধি করতে
সবচেয়ে বেশি কার্যকারী ভিটামিনের মধ্যে ভিটামিন ডি হচ্ছে অন্যতম।ভিটামিন ডি তে
আছে ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম,পটাশিয়াম প্রোটিন ক্যালরিযুক্ত খাবার।আপনি এই
ভিটামিন ডি পেতে পারেন সূর্যের আলো থেকে।
কোন বাদাম খেলে ওজন বৃদ্ধি হয়
বাদাম একটি পুষ্টিকর খাবার।এতে রয়েছে আয়রন,পটাশিয়াম ভিটামিন
বি৬,ম্যাগনেসিয়াম,ক্যালসিয়াম,একাধিক পরিমাণে ভিটামিন থাকে।বাদামে ফ্যাটের
পরিমাণ বেশি থাকায় দ্রুত ওজন বাড়ানো যায়।অনেক ধরনের বাদাম পাওয়া যায়।তবে এখন
আমরা জানবো কোন বাদাম খেলে ওজন বৃদ্ধি হয়। সেই বাদামটি হচ্ছে কাজু বাদাম।কাজু
বাদাম খেলে দ্রুত ওজন বাড়ানো যায়।ওজন বাড়ানো বা Weight Gain করার সহজ উপায়
হচ্ছে বাদাম।
কোন সিরাপ বা ট্যাবলেট খেলে ওজন বাড়ে
মানুষ চিকন হলে যেমন সমস্যা, ঠিক তেমনই মোটা হলেও সমস্যা।তবে চিকন মানুষদের
সমস্যা একটু বেশি।কারণ স্বাভাবিক থেকে যদি কম ওজন হয় তা হলে দেখতে ভালো দেখা যায়
না।এর জন্য বর্তমানে অনেক মানুষ কোন সিরাপ বা ট্যাবলেট খেলে ওজন বাড়ে তা জানতে
চায়।খুব অল্প সময়ের মধ্যে যদি আপনি ওজন বাড়াতে চান। তাহলে নিচের এই তিনটি ওষুধ
খেতে পারেন।
- পিউটন সিরাপ
- সিনকারা সিরাপ
- রুচিবেট
এই ওষুধ গুলো অল্প সময়ের মধ্যে মোটাতাজা করতে সক্ষম করে।এই ওষুধগুলো আশেপাশের
সকল ফার্মেসিতে পাবেন।
ওজন বাড়ানো বা Weight Gain করার সহজ উপায় এর মধ্যে এটি একটি উপায়।
ওজন বাড়ানোর জন্য ব্যায়াম
ওজন বাড়ানোর জন্য নিয়মিত খাবারের পাশাপাশি ব্যায়ামও করতে হবে।নিয়মিত ব্যায়াম
করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।শারীরিকভাবে ফিট থাকা যায়।তাই নিয়মিত ব্যায়াম
করা অতি জরুরী।ওজন বাড়ানোর জন্য ব্যায়াম গুলো নিজে উল্লেখ করা হলো
- ডেডলিফ্ট
- বেঞ্চ প্রেস
- স্কোয়াটস
- পুল আপস
- ওভারহেড প্রেস
যারা ওজন বাড়ানোর জন্য ব্যায়াম খুঁজছেন তারা এই পাঁচটি ব্যায়াম নিয়মিত করে
দেখুন। ইনশাআল্লাহ ওজন বাড়ানোর জন্য এবং বেশি তৈরি করার জন্য কাজে আসবে।
লেখক এর মন্তব্য
এই আর্টিকেলে ওজন বাড়ানো বা Weight Gain করার সহজ উপায় সম্পর্কে জানানো
হয়েছে।নিয়মিত খাবার খাওয়ার মাধ্যমে এবং ব্যায়াম করার মাধ্যমে ওজন বাড়ানো
সম্ভব।কোন প্রকার ওষুধ বা সিরাপ খেয়ে ওজন বাড়ানোর চিন্তা না করাই ভালো।কারণ
প্রত্যেকটা ওষুধে সাইড ইফেক্ট থাকে।এতক্ষণ মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য
অসংখ্য ধন্যবাদ।আর্টিকেলটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আয়াত টিপসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url